লাইব্রেরী
লাইব্রেরীটি ইনস্টিটিউটের অবিচ্ছেদ্য অংশ। ঢাকা শিশু হাসপাতালের ব্যবস্থাপনা বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য সচিব অধ্যাপক ডাঃ তোফায়েল আহমেদের মৃত্যুর পর তার অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ এই লাইব্রেরী এর নামকরন করা হয় 'তোফায়েল আহমেদ মেমোরিয়াল লাইব্রেরী’। সকাল ৮ টা থেকে রাত ৯ টা পর্যন্ত দুটো শিফটে লাইব্রেরী খোলা থাকে। এই গ্রন্থাগার এর সংগ্রহশালা অত্যন্ত সমৃদ্ধ। এখানে আছে হালনাগাদ সময়ের মেডিকেল বই, রেফারেন্স বই এবং দেশ ও বিদেশের বিখ্যাত জার্নাল সমূহ। অত্র ইনস্টিটিউট বিভিন্ন কম্পিউটারের সাথে ইন্টারনেট ব্রডব্যান্ড সুবিধা চালু করেছে যা সকল শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য ২৪ ঘন্টা উন্মুক্ত। লাইব্রেরীর সুবিধাদি হিনারি দ্বারাও সমৃদ্ধ করা হয়েছে।
শিক্ষার্থীদের আবাসন
অত্র ইনস্টিটিউটের সব শিক্ষার্থীদের জন্য বাসস্থানরে ব্যবস্থা করা সম্ভব নয়। তবে পুরুষ শিক্ষার্থীদের জন্য ৮ টি এবং ছাত্রীদের জন্য ৮টি আবাসনের ব্যবস্থা রয়েছে।
অন্যান্য
০১. সজ্জিত আধুনিক অডিওভিজুয়াল সুবিধা সহ অডিটোরিয়াম
০২. সম্মেলন কক্ষ
০৩. অডিওভিজুয়াল সুবিধা সহ ক্লাসরুম
০৪. গবেষণাগার